Freelancer & Graphic Designer

 

Professional Graphic Design 


Using Adobe Softwares :              Adobe Photoshop

                                                      Adobe Illustrator

                                                      Adobe Lightroom

                                                      Adobe InDesign


 
Adobe Photoshop Details   :       

Question :  Adobe photoshop kon sal e bar hoise er version gulor bisoye bistarito bolo
GPT said:

খুব ভালো প্রশ্ন করেছো 👍
তাহলে চল আমরা Adobe Photoshop-এর ইতিহাস আর version গুলো নিয়ে বিস্তারিত জেনে নেই।


🖼️ Adobe Photoshop এর ইতিহাস

  • 1987 সালে আমেরিকান দুই ভাই Thomas Knoll আর John Knoll মিলে একটা ছোট প্রোগ্রাম বানান, যেটার নাম ছিলো Display

  • পরে সেটার নাম হয় ImagePro

  • এরপর Adobe কোম্পানি সেটা কিনে 1988 সালে এর নাম রাখে Adobe Photoshop

  • প্রথম অফিসিয়াল version বাজারে আসে 1990 সালে


📌 Adobe Photoshop এর গুরুত্বপূর্ণ Version Timeline

📍 1990 – Photoshop 1.0

  • শুধুমাত্র Macintosh (Apple Computer) এ চলতো।

  • Basic editing ফিচার ছিলো (crop, levels, grayscale)।

📍 1991 – Photoshop 2.0

  • Path যোগ হয় (selection-এর জন্য)।

📍 1994 – Photoshop 3.0

  • Layers চালু হয় (এটাই Photoshop-এর গেম চেঞ্জার 🔥)।

📍 1996 – Photoshop 4.0

  • Adjustment Layers যোগ হয়।

📍 1998 – Photoshop 5.0

  • History Palette আর Magnetic Lasso Tool আসে।

📍 2000 – Photoshop 6.0

  • Shape layers আর vector tool যোগ হয়।

📍 2002 – Photoshop 7.0

  • File Browser আসে, Brush engine উন্নত হয়।

  • এটা অনেক জনপ্রিয় version ছিলো।

📍 2003 – Photoshop CS (Creative Suite)

  • প্রথমবার “CS” নাম ব্যবহার করা হয়।

📍 2005 – Photoshop CS2

  • Red Eye Tool, Smart Object যোগ হয়।

📍 2007 – Photoshop CS3

  • Quick Selection Tool, Refine Edge আসে।

📍 2008 – Photoshop CS4

  • Smooth Zoom, Adjustments panel।

📍 2010 – Photoshop CS5

  • Content-Aware Fill আসে (ম্যাজিকের মতো কাজ করে ✨)।

📍 2012 – Photoshop CS6

  • Dark UI, নতুন Crop Tool, Blur Gallery।

  • এখনো অনেকে CS6 ব্যবহার করে।

📍 2013 – Photoshop CC (Creative Cloud)

  • Adobe প্রথমবার থেকে subscription system চালু করে।

  • Cloud sync, regular update।

📍 2015 – Photoshop CC 2015

  • Artboards, Dehaze filter।

📍 2017 – Photoshop CC 2017

  • Search bar, better SVG fonts।

📍 2019 – Photoshop CC 2019

  • Frame Tool, Content-aware Scale উন্নত হয়।

📍 2020 – Photoshop 2020

  • Object Selection Tool, better AI tools।

📍 2021 – Photoshop 2021

  • Sky Replacement, Neural Filters (AI powered)।

📍 2022 – Photoshop 2022

  • AI improvement, faster performance।

📍 2023 – Photoshop 2023

  • Generative Fill (AI দিয়ে ছবি বানানো/extend করা)।

📍 2024 – Photoshop 2024

  • Adobe Firefly (Generative AI) একেবারে ইন্টিগ্রেটেড হয়েছে।


✨ সারাংশ

  • Photoshop শুরু হয়েছিলো 1990 সালে

  • প্রতিটি version-এ নতুন ফিচার যোগ হয়েছে।

  • এখন Photoshop আর শুধু photo editing না, বরং AI Powered Creative Tool এ পরিণত হয়েছে।


Photoshop 7.0 [ The Legendary Version ]

Question :   Photoshop 7.0 bisoye bistarito bolo. আর এটা কেন এত জনপ্রিয় ছিল?
GPT said:

দারুণ প্রশ্ন! 👍
Adobe Photoshop 7.0 (মার্চ ২০০২ সালে রিলিজ হয়েছিল) এবং এটা Photoshop-এর অন্যতম জনপ্রিয় version


🔹 Photoshop 7.0 এর নতুন ফিচারগুলো

  1. File Browser 🗂️

    • প্রথমবার Photoshop-এ বিল্ট-ইন ফাইল ব্রাউজার যোগ হয়েছিল।

    • এর মাধ্যমে ইউজাররা সহজেই ছবি দেখতে, sort করতে আর preview করতে পারতো।

    • এখনকার Bridge software-এর মতো কাজ করতো।

  2. Healing Brush Tool

    • ছবির দাগ, খুঁত, pimples, scratches ইত্যাদি ঠিক করার জন্য প্রথমবার Healing Brush Tool যোগ হয়।

    • এর আগের version-এ শুধু Clone Stamp ছিল, যা দিয়ে natural skin retouch করা কঠিন ছিল।

    • Healing Brush এর কারণে skin retouching অনেক সহজ হয়ে গিয়েছিল।

  3. Painting Engine Improvements 🎨

    • Brush Engine আপগ্রেড করা হয়েছিল।

    • Custom brushes, texture effect, opacity & flow control অনেক উন্নত হয়।

    • Digital painting করা অনেক সহজ হয়।

  4. Text Enhancements 🅰️

    • Text editing আরও smooth হয়েছিল।

    • Warping Text (বাঁকানো/বাকা করে লেখা) ফিচার যোগ হয়।

  5. Workspace Customization ⚙️

    • ইউজাররা workspace নিজের মতো সাজাতে পারতো।

    • Palettes dock করা যেতো।

  6. Auto Color Correction 🌈

    • এক ক্লিকে automatic color adjust করার অপশন ছিল।


🔹 কেন Photoshop 7.0 এত জনপ্রিয় ছিল?

✔️ কম্পিউটার ফ্রেন্ডলি 👉 কম RAM-এও সুন্দরভাবে কাজ করতো। (অনেকের PC তখনো দুর্বল ছিল, তাই এটা perfect choice ছিল)
✔️ Healing Brush Tool 👉 প্রথমবার আসায় এটা অনেক গ্রাফিক ডিজাইনার ও ফটোগ্রাফারের জন্য "Game Changer" ছিল।
✔️ Brush Engine 👉 Digital artists এর কাছে খুবই জনপ্রিয় হয়েছিল।
✔️ Stable Version 👉 Photoshop 7.0 অনেক stable আর bug free ছিল, তাই প্রফেশনালরা এটা ব্যবহার করতে ভালোবাসতো।
✔️ Widespread Use 👉 ইন্টারনেটের শুরুর দিকে সব Photoshop tutorial-ই প্রায় 7.0 version ভিত্তিক ছিল।


👉 তাই এখনো অনেক পুরনো ডিজাইনার Photoshop 7.0 এর নাম শুনে নস্টালজিক হয়ে যান। এটা এক রকমের “Legendary Version” বলে ধরা হয়।

''Legendary Version''

Comments

Popular posts from this blog

Graphic Design