Freelancer & Graphic Designer
- Get link
- X
- Other Apps
Professional Graphic Design
Using Adobe Softwares : Adobe Photoshop
Adobe Illustrator
Adobe Lightroom
Adobe InDesign
GPT said:
খুব ভালো প্রশ্ন করেছো 👍
তাহলে চল আমরা Adobe Photoshop-এর ইতিহাস আর version গুলো নিয়ে বিস্তারিত জেনে নেই।
🖼️ Adobe Photoshop এর ইতিহাস
-
1987 সালে আমেরিকান দুই ভাই Thomas Knoll আর John Knoll মিলে একটা ছোট প্রোগ্রাম বানান, যেটার নাম ছিলো Display।
-
পরে সেটার নাম হয় ImagePro।
-
এরপর Adobe কোম্পানি সেটা কিনে 1988 সালে এর নাম রাখে Adobe Photoshop।
-
প্রথম অফিসিয়াল version বাজারে আসে 1990 সালে।
📌 Adobe Photoshop এর গুরুত্বপূর্ণ Version Timeline
📍 1990 – Photoshop 1.0
-
শুধুমাত্র Macintosh (Apple Computer) এ চলতো।
-
Basic editing ফিচার ছিলো (crop, levels, grayscale)।
📍 1991 – Photoshop 2.0
-
Path যোগ হয় (selection-এর জন্য)।
📍 1994 – Photoshop 3.0
-
Layers চালু হয় (এটাই Photoshop-এর গেম চেঞ্জার 🔥)।
📍 1996 – Photoshop 4.0
-
Adjustment Layers যোগ হয়।
📍 1998 – Photoshop 5.0
-
History Palette আর Magnetic Lasso Tool আসে।
📍 2000 – Photoshop 6.0
-
Shape layers আর vector tool যোগ হয়।
📍 2002 – Photoshop 7.0
-
File Browser আসে, Brush engine উন্নত হয়।
-
এটা অনেক জনপ্রিয় version ছিলো।
📍 2003 – Photoshop CS (Creative Suite)
-
প্রথমবার “CS” নাম ব্যবহার করা হয়।
📍 2005 – Photoshop CS2
-
Red Eye Tool, Smart Object যোগ হয়।
📍 2007 – Photoshop CS3
-
Quick Selection Tool, Refine Edge আসে।
📍 2008 – Photoshop CS4
-
Smooth Zoom, Adjustments panel।
📍 2010 – Photoshop CS5
-
Content-Aware Fill আসে (ম্যাজিকের মতো কাজ করে ✨)।
📍 2012 – Photoshop CS6
-
Dark UI, নতুন Crop Tool, Blur Gallery।
-
এখনো অনেকে CS6 ব্যবহার করে।
📍 2013 – Photoshop CC (Creative Cloud)
-
Adobe প্রথমবার থেকে subscription system চালু করে।
-
Cloud sync, regular update।
📍 2015 – Photoshop CC 2015
-
Artboards, Dehaze filter।
📍 2017 – Photoshop CC 2017
-
Search bar, better SVG fonts।
📍 2019 – Photoshop CC 2019
-
Frame Tool, Content-aware Scale উন্নত হয়।
📍 2020 – Photoshop 2020
-
Object Selection Tool, better AI tools।
📍 2021 – Photoshop 2021
-
Sky Replacement, Neural Filters (AI powered)।
📍 2022 – Photoshop 2022
-
AI improvement, faster performance।
📍 2023 – Photoshop 2023
-
Generative Fill (AI দিয়ে ছবি বানানো/extend করা)।
📍 2024 – Photoshop 2024
-
Adobe Firefly (Generative AI) একেবারে ইন্টিগ্রেটেড হয়েছে।
✨ সারাংশ
-
Photoshop শুরু হয়েছিলো 1990 সালে।
-
প্রতিটি version-এ নতুন ফিচার যোগ হয়েছে।
-
এখন Photoshop আর শুধু photo editing না, বরং AI Powered Creative Tool এ পরিণত হয়েছে।
GPT said:
দারুণ প্রশ্ন! 👍
Adobe Photoshop 7.0 (মার্চ ২০০২ সালে রিলিজ হয়েছিল) এবং এটা Photoshop-এর অন্যতম জনপ্রিয় version।
🔹 Photoshop 7.0 এর নতুন ফিচারগুলো
-
File Browser 🗂️
-
প্রথমবার Photoshop-এ বিল্ট-ইন ফাইল ব্রাউজার যোগ হয়েছিল।
-
এর মাধ্যমে ইউজাররা সহজেই ছবি দেখতে, sort করতে আর preview করতে পারতো।
-
এখনকার Bridge software-এর মতো কাজ করতো।
-
-
Healing Brush Tool ✨
-
ছবির দাগ, খুঁত, pimples, scratches ইত্যাদি ঠিক করার জন্য প্রথমবার Healing Brush Tool যোগ হয়।
-
এর আগের version-এ শুধু Clone Stamp ছিল, যা দিয়ে natural skin retouch করা কঠিন ছিল।
-
Healing Brush এর কারণে skin retouching অনেক সহজ হয়ে গিয়েছিল।
-
-
Painting Engine Improvements 🎨
-
Brush Engine আপগ্রেড করা হয়েছিল।
-
Custom brushes, texture effect, opacity & flow control অনেক উন্নত হয়।
-
Digital painting করা অনেক সহজ হয়।
-
-
Text Enhancements 🅰️
-
Text editing আরও smooth হয়েছিল।
-
Warping Text (বাঁকানো/বাকা করে লেখা) ফিচার যোগ হয়।
-
-
Workspace Customization ⚙️
-
ইউজাররা workspace নিজের মতো সাজাতে পারতো।
-
Palettes dock করা যেতো।
-
-
Auto Color Correction 🌈
-
এক ক্লিকে automatic color adjust করার অপশন ছিল।
-
🔹 কেন Photoshop 7.0 এত জনপ্রিয় ছিল?
✔️ কম্পিউটার ফ্রেন্ডলি 👉 কম RAM-এও সুন্দরভাবে কাজ করতো। (অনেকের PC তখনো দুর্বল ছিল, তাই এটা perfect choice ছিল)
✔️ Healing Brush Tool 👉 প্রথমবার আসায় এটা অনেক গ্রাফিক ডিজাইনার ও ফটোগ্রাফারের জন্য "Game Changer" ছিল।
✔️ Brush Engine 👉 Digital artists এর কাছে খুবই জনপ্রিয় হয়েছিল।
✔️ Stable Version 👉 Photoshop 7.0 অনেক stable আর bug free ছিল, তাই প্রফেশনালরা এটা ব্যবহার করতে ভালোবাসতো।
✔️ Widespread Use 👉 ইন্টারনেটের শুরুর দিকে সব Photoshop tutorial-ই প্রায় 7.0 version ভিত্তিক ছিল।
👉 তাই এখনো অনেক পুরনো ডিজাইনার Photoshop 7.0 এর নাম শুনে নস্টালজিক হয়ে যান। এটা এক রকমের “Legendary Version” বলে ধরা হয়।
''Legendary Version''
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment